গাজার ২২ লাখ বাসিন্দার ১৮ লাখই এখন বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক | ৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮

গাজার ২২ লাখ বাসিন্দার ১৮ লাখই এখন বাস্তুচ্যুত

ইসরাইলের বর্বরতা থেকে বাঁচতে প্রতি ৫ জনে ৪ জন ফিলিস্তিনিই পালাচ্ছেন বলে জানিয়েছে গাজায় জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় ইউনাইটেড ন্যাশন্স রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর ফিলিস্তিন।

সংস্থাটি বলছে, পরিস্থিতি এতোটাই করুণ যে গাজার ২২ লাখ বাসিন্দার ১৮ লাখই এখন বাস্তুচ্যুত। ৩শ’ ৬৫ বর্গকিলোমিটারের অবরুদ্ধ গাজার অভ্যন্তরেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটছে মানুষ।

যুদ্ধের শুরু থেকেই ইসরাইলি সেনাবাহিনী হামলার হুমকি দিয়ে গাজার বেসামরিকদের বিভিন্ন দিকে পালানোর নির্দেশ দিচ্ছে। হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় স্থল অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দেশটি।

তাদের ট্যাংকগুলোকে অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের কাছে দক্ষিণ গাজায় প্রবেশ করেছে। সঙ্গে রয়েছে সাঁজোয়া যান এবং বুলডোজারও।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, এ পর্যন্ত প্রায় ১৫ হাজার ৯শ’ মানুষ নিহত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: