ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | ৪ ডিসেম্বর ২০২৩, ১২:২৭

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে নিহত ১১

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার মারাপি আগ্নেয়গিরির অগ্নুৎপাতে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। রোববার আগ্নেয়গিরিটিতে অগ্নুৎপাত হয়। পরে সোমবার ১১ জন পর্বতারোহীকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর বিবিসির।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলের মুখপাত্র জোডি হরিয়াওয়ান বলেছেন, অগ্নুৎপাতের সময় এলাকায় ৭৫ জনের মধ্যে ১১ পর্বতারোহীর মরদেহ পাওয়া যায়। এছাড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চলমান রয়েছে। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কার্যক্রম।

মাউন্ট মারাপি ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি এবং রোববার সেখানে অগ্ন্যুৎপাতের ফলে ৩ কিমি দূরের এলাকা পর্যন্ত ছাই ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় কর্তৃপক্ষ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের গর্তের ৩ কিলোমিটারের মধ্যে যেতে নিষেধ করেছে।

২ হাজার ৮৯১ মিটার (৯ হাজার ৪৮৫ ফুট) উচ্চতার মাউন্ট মেরাপি ইন্দোনেশিয়ার সবচেয়ে পশ্চিমে অবস্থিত সুমাত্রা দ্বীপে অবস্থিত। ইন্দোনেশিয়ার ইয়োগাকার্তার প্রদেশের রাজধানী ইয়োগাকার্তা থেকে মাত্র ২৮ কিলোমিটার উত্তরে মাউন্ট মারাপি আগ্নেয়গিরির অবস্থান।


আপনার মূল্যবান মতামত দিন: