পশ্চিম তীরে ফিলিস্তিনিরা নিরাপদ থাকাটা আবশ্যক: নেতানিয়াহুকে বাইডেন

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ২০:৫৫

ছবি: ইন্টারনেট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তিনি বলেছেন- জেরুসালেমে ফিলিস্তিনিদের অবশ্যই সম্মান দেওয়া উচিত এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানো দরকার। হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে নেতানিয়াহুকে এ কাজ করতে বলেছেন বাইডেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন বলেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিরা নিরাপদ থাকাটা একেবারেই আবশ্যক। জো বাইডেনের দাবি, ২০ মে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এসব কথা স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেছেন, ইসরনায়েলি নাগরিকদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তারা ইহুদি কিংবা অন্য যে ধর্মেরই হোক না কেন, যুক্তরাষ্ট্র সবাইকে সমান চোখে দেখে।বাইডেনের আরো দাবি, তিনি নেতানিয়াহুকে বলেছেন- জেরুসালেমে উভয়পক্ষের সংঘাত শেষ করতে হবে।
সূত্র: আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: