কপ-২৮ জলবায়ু সম্মেলন

প্রথম দিনেই ৪২৩ মিলিয়ন ডলার দুর্যোগ তহবিলের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক | ১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩

প্রথম দিনেই ৪২৩ মিলিয়ন ডলার দুর্যোগ তহবিলের প্রতিশ্রুতি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শুরু হওয়া জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনের ২৮তম আসরের উদ্বোধনী দিনেই ক্ষতিপূরণ হিসেবে ৪২৩ মিলিয়ন ডলার দুর্যোগ তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে আয়োজক দেশ আরব আমিরাতসহ জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন।

এবারের সম্মেলনের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরাত ১০০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া যুক্তরাজ্য ৫১ মিলিয়ন, যুক্তরাষ্ট্র ১৭.৫ মিলিয়ন, জাপান ১০ মিলিয়ন ও ইউরোপীয় ইউনিয়ন ২৪৫.৩৯ মিলিয়ন ডলার তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যার মধ্যে জার্মানির ১০০ মিলিয়ন ডলার রয়েছে।

গত বছর মিশরের শার্ম এল-শেখ-এ অনুষ্ঠিত কপ-২৭ শীর্ষ সম্মেলনে ক্ষতিপূরণ তহবিলের একটি চুক্তি সাক্ষর হয়। সেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর ক্ষতিপূরণ তহবিল আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: