আরো ১০ ইসরায়েলিসহ ১৬ বন্দি ও ৩০ ফিলিস্তিনির মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | ৩০ নভেম্বর ২০২৩, ১১:১৫

সংগৃহীত ছবি

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চারদিনের পর দুইদিন বাড়িয়ে শেষ দিন ছিলো বুধবার। এদিন ১০ ইসরায়েলিসহ ১৬ বন্দির মুক্তির বিনিময়ে কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দখলদার নেতানিয়াহু সরকার। হামাস বন্দিদের মুুক্তি দেওয়ার পর ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি, সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা ।

ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে বুধবার রাতে মুক্ত করা হয়েছে। এক বিবৃতিতে বলেছে ইসরায়েলি কারাগার পরিষেবা বলেছে, ‘রাতে ৩০ জন পুরুষ ও নারী নিরাপত্তা বন্দিকে বেশ কয়েকটি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সিএনএনকে বলেন, মুক্তি পাওয়া ১০ ইসরায়েলির মধ্যে একজন ডাচ দ্বৈত নাগরিক, তিনজন জার্মান দ্বৈত নাগরিক ও একজন আমেরিকান দ্বৈত নাগরিক। এছাড়াও দুই রাশিয়ান নাগরিক ও চারজন থাই নাগরিককে চুক্তির কাঠামোর বাইরে ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে ৩০ ফিলিস্তিনির মধ্যে ১৬ জন নাবালক ও ১৪ জন নারী রয়েছে বলে জানান আল-আনসারি।



আপনার মূল্যবান মতামত দিন: