আবারও মিগ-২১ বিধ্বস্ত হয়ে পাইলট নিহত ভারতে

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ০২:৪৩

ছবি: ইন্টারনেট

ভারতে আবারও বিধ্বস্ত হলো ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। আজ শুক্রবার ভোরে ভারতের পাঞ্জাব রাজ্যের মোগা এলাকার কাছে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। দুর্ঘটনায় প্রাণ হারান উড়োযানটির পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী।

ভারতীয় বিমান বাহিনী সূত্রে জানা গেছে, ভারতের পাঞ্জাবের মোগার বাঘাপুরানার খুর্দ গ্রামে শুক্রবার ভোর ৫টা নাগাদ যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। ভারতে ‘ফ্লাইং কফিন’ তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে এরই মধ্যে মৃত্যু হয়েছে একাধিক পাইলটের।

ভারতে চলতি বছরে এ নিয়ে তৃতীয় মিগ বিমান দুর্ঘটনার কবলে পড়ল। চলতি বছরের মার্চ মাসে মধ্য ভারতের একটি অংশে আইএসএফের গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তার এক মিগ-২১ দুর্ঘটনায় নিহত হন। এর আগে চলতি বছরের জানুয়ারিতে রাজস্থানের সুরতগড়ে একটি মিগ-২১ বিমান ভেঙে পড়ে।

এদিনের দুর্ঘটনা প্রসঙ্গে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুদ্ধবিমানটি নিয়মমাফিক প্রশিক্ষণ চলাকালীন সময়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। নিহত পাইলটের পারিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে।



আপনার মূল্যবান মতামত দিন: