ইঁদুরের উৎপাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

সময় ট্রিবিউন | ২২ মে ২০২১, ০২:০৮

ছবি: ইন্টারনেট

লাখ লাখ ইঁদুরের আক্রমণে বিপর্যয়ের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। কয়েক মাস ধরে চলছে এই তাণ্ডব। অবশেষে অতিষ্ঠ হয়ে ফসল ও যন্ত্রপাতি বাঁচাতে বিষ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

আজ শুক্রবার এখবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ইঁদুরের উৎপাত সবচেয়ে বেশি দক্ষিণ অস্ট্রেলিয়াতে। ধারণা করা হচ্ছে শীতের কারণে ক্ষুধার্ত ইঁদুর মানুষের বাড়িতে ঢুকে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী বলেছেন, মৃত ইঁদুরই একমাত্র ভালো ইঁদুর। বৃহস্পতিবার কর্তৃপক্ষ ঘোষণা করেছে, তারা পাঁচ হাজার লিটার ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইঁদুর মারার কেমিক্যাল’ মজুদ করেছে। এই কেমিক্যালের একটি ডোজেই ইঁদুরের মৃত্যু হবে।

সরকারের এই পদক্ষেপে যে সবাই খুশি তেমন কিন্তু নয়। অনেকে বিষ প্রয়োগে ইঁদুর নিধনের বিরোধিতা করে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, খাদ্যশস্য বাঁচাতে এই কেমিক্যাল দিয়ে ইঁদুর মারতে গেলে অন্য প্রাণীও হুমকিতে পড়তে পারে।সূত্র: সিএনএন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর