মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গাজায়। শুক্রবার দিনের শুরুর দিকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় উল্লাস করেন শত শত মানুষ।
ইসরাইল ও হামাস উভয়ই জয়ের দাবি করেছে। টানা এগারো দিন ইসরাইলের বোমা হামলায় দুইশ বত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অন্যদিকে, হামাসের হামলায় নিহত হন বারো ইসরাইলি। এরআগে ইসরায়েল ও হামাস বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দেয় বলে জানায় আল জাজিরা, বিবিসি ও রয়টার্স। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসে।
বিবিসি জানিয়েছে, ইসরায়েলি মন্ত্রিসভা মিশরের প্রস্তাবিত চুক্তিতে রাজি হয়ে যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা বলেছে, এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত।
আপনার মূল্যবান মতামত দিন: