মলদোভা সফরে গিয়েছিলেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডের বেলেন। সেখানে গিয়ে একটি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দুর কুকুর কামড় দিয়েছে আলেক্সান্ডার ভ্যান ডের বেলেনের হাতে। খবর দ্য গার্ডিয়ানের।
প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, গত বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে কুকুরের কামড়ের এই ঘটনাটি ঘটেছে। অস্ট্রিয়ান প্রেসিডেন্টকে কামড় দেওয়া কুকুরটি মলদোভার প্রেসিডেন্টের পোষা।
এ ঘটনায় ক্ষমা চেয়েছেন সান্দু। তিনি বলেছেন, কডুর্ট নামের ওই কুকুরটি আশপাশে মানুষের ভিড় দেখে ভীত হয়ে এমনটি করেছে।
এদিকে, ওই ঘটনার পর মলদোভার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে একটি বৈঠক করেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট। ওই বৈঠকে তার হাতে ব্যান্ডেজ দেখা যায়।
এদিকে, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ভ্যান ডের বেলেন কুকুরটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেন, ‘যারা আমাকে চেনেন তারা জানেন যে, আমি একজন বড় কুকুরপ্রেমী এবং তার উত্তেজনা বুঝতে পারি।’ মলদোভার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ভালো হয়েছে বলেও ওই পোস্টে জানান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট।
আপনার মূল্যবান মতামত দিন: