পাকিস্তানের পূর্বাঞ্চলে বিষাক্ত ধোঁয়াশার কারণে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন লাহোরসহ তিনটি শহরে বেশ কিছু কার্যক্রম সীমিত করেছে।
দেশের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে দূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। লাহোরসহ তিনটি শহরের স্কুল, অফিস, শপিংমল ও পার্ক রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার।
গত কয়েকদিন ধরে লাহোরের বায়ুমানের সূচক ৪০০-এর কাছাকাছি রয়েছে, যা ‘গুরুতর’ হিসেবে বিবেচিত হয়।
ভারতের অনেক শহরে বায়ু দূষণের পরিস্থিতিও গুরুতর রয়ে গেছে। ভারতের রাজধানী দিল্লিতেও একিউআই ৪০০-এর ওপরে ছিল। তবে বৃষ্টির কারণে শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।
আমির হামজা নামে লাহোরের এক বিক্রয়কর্মী বলেন, ‘বিষাক্ত পরিবেশ এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটি স্বাস্থ্য ও দৈনন্দিন কাজকর্মকে প্রভাবিত করছে। মনে হচ্ছে বিষাক্ত পরিবেশ আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে।
লাহোরের আরেক বাসিন্দা সারা জিশান বলেন, দূষণের কারণে তার দেড় বছর বয়সী মেয়ের মুখের ভেতরে ফোসকা পড়ায় সে কিছুই গিলে খেতে পারছে না।
আপনার মূল্যবান মতামত দিন: