আল-আকসা মসজিদের প্রাঙ্গণে বুধবার সকালে ইসরায়েলি সেটেলারদের কয়েকটি গ্রুপকে প্রবেশ করতে দেখা গেছে। ইসরায়েলি পুলিশ পাহারায় এ দিন তারা সেখানে প্রবেশ করে। গত মঙ্গলবার মসজিদটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয় ইসরায়েল। চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলের এ ধরনের আচরণকে স্পষ্ট উস্কানি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা (ওয়াফা) বুধবার (২৫ অক্টোবর) জানায়, আজ সকালে ইসরায়েলি সেটেলারদের কয়েকটি গ্রুপ আলাদা আলাদা করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। তারা সেখানে উস্কানিমূলক নানা কাজ করে। ইহুদি মন্দির সম্পর্কে আলোচনা করে। উদযাপন করে ধর্মীয় আচার।
আল-আকসা প্রাঙ্গণে পুলিশ পাহারায় ইসরায়েলি সেটেলারদের প্রবেশ নতুন কোনো ঘটনা নয়। শুক্রবার ছাড়া প্রায় প্রতিনিদই তারা সেখানে প্রবেশ করে।
আল-আকসা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফ ইসরায়েলের এ ধরনের আচরণের টানা প্রতিবাদ জানিয়ে আসছে। এ ধরনের উস্কানিমূলক আচরণ বন্ধ করতে জর্ডানের অর্থায়নে পরিচালিত কর্তৃপক্ষটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে বারবার।
আল-আকসা পুরোনো জেরুজালেমে অবস্থিত। এটা মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। পুরোনো জেরুজালেম ইহুদিদেরও পবিত্র স্থান। এটা খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টেরও জন্মস্থান।
আপনার মূল্যবান মতামত দিন: