মিয়ানমারে বেদখল ফাঁড়ি উদ্ধারে বিমান হামলার নির্দেশ জান্তা সরকারের

আন্তর্জাতিক ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩, ২০:৪৩

মিয়ানমারে বেদখল ফাঁড়ি উদ্ধারে বিমান হামলার নির্দেশ জান্তা সরকারের

চীন সীমান্তে থাকা অনেকগুলো ফাঁড়ি বা সেনাঘাঁটির দখল হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। বিদ্রোহীদের কাছে হারানো এসব ঘাঁটি পুনরুদ্ধারে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার। পাশাপাশি সেখানে সৈন্যশক্তি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বরাতে শনিবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। দেশটির সামরিক বাহিনী ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। জান্তা সরকারের ক্ষমতার দুই বছর পেরিয়ে গেলেও তারা এখনও দেশটির বিশাল এলাকার কর্তৃত্ব নিতে পারেনি। এমনকি, সেখানে বিরোধীদের দমনে বিমান ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে।

গত বৃহস্পতিবার মিয়ানমারের শান রাজ্যের মুসে জেলায় সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ)। আর শুক্রবার কাচিন রাজ্যের প্রত্যন্ত শহর লাইজারের কাছেও সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তারা। গতকালের হামলায় পিছু হটতে বাধ্য হয় জান্তা বাহিনী। এরপরেই এক বিবৃতিতে জান্তা সরকার বিমান হামলার পাশাপাশি আর্টিলারি ও সৈন্য শক্তিবৃদ্ধির নির্দেশ দেয়।

আজ বিদ্রোহী গোষ্ঠী কেআইএ থেকে বলা হয়, জান্তা বাহিনী বিমান হামলা ও কামান দিয়ে পাল্টা আক্রমণ করেছে। গত সপ্তাহের সংঘর্ষে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য এখনও জানায়নি দেশটির সেনাবাহিনী।

কেআইএয়ের কর্নেল নাও বু এএফপিকে বলেন, ‘আমরা সেনাবাহিনীর অনেক অস্ত্র জব্দ করতে পেরেছি। এ ছাড়া আরও বেশ কিছু সরঞ্জামও জব্দ করেছি।’

এএফপি জানিয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত কাচিন রাজ্যের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে কেআইএ। সবশেষ কয়েক দশক ধরেই রাজ্যটিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত এই সশস্ত্র গোষ্ঠীটি। আর ২০২১ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই এই রাজ্যে সহিংসতা বেড়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
    পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
  1. নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
    নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ