সোমালিয়ায় ভয়াবহ সহিংসতায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: | ২২ জুন ২০২৩, ০৮:২৭

সংগৃহীত ছবি

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত প্রদেশ পান্টল্যান্ডে ভয়াবহ সংঘাত ও লোয়ার শাবেল অঞ্চলে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৬ জন মারা গেছেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

দেশটির প্রাদেশিক রাজধানী পান্টল্যান্ডের ‘গারওয়ে’-তে স্থানীয় সংসদে ভোটিং পদ্ধতির পরিবর্তন নিয়ে বিতর্ক হয় এবং এ নিয়ে পরে শুরু হয় সংঘর্ষ। সহিংসতা ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

লড়াইয়ে সৈনিকসহ অন্তত ২৬ জন মারা গেছেন। এছাড়া ৩০ জন আহত হয়েছেন। গারওয়ের পাবলিক হাসপাতালে কর্মরত আবদিরসাক আহমেদ আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

অন্য তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিরোধী দলগুলো পান্টল্যান্ডের নেতা সাইদ আবদুল্লাহি ডেনিকে সাংবিধানিক পরিবর্তনের জন্য অভিযুক্ত করার পর ব্যাপক সংঘাতের সূচনা হয়।

তথ্যসূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: