গ্রিসের নৌকাডুবিতে ৭৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: | ১৬ জুন ২০২৩, ০২:০৩

ফাইল ছবি

গ্রিসের দক্ষিণ উপকূলে স্থানীয় সময় মঙ্গলবার একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা ও গ্রিস কর্তৃপক্ষ বলছে, ওই নৌকায় শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। দেশটির ইতিহাসে এটি একটি বড় দুর্ঘটনা। তাই রাষ্ট্রীয়ভাবে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দক্ষিণ গ্রিসের উপকূলীয় শহর পাইলোসের প্রায় ৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে প্রথম দেখা যায়। কয়েক ঘণ্টা পরই এটি ডুবে যায়। ওই নৌকায় কেউ লাইফ জ্যাকেট ব্যবহার করছিলেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: