জাপানের হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
তবে এতে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১১ জুন) এনএইচকে নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল উরাকাওয়া টাউনের উপকূলের ১৪০ কিলোমিটার গভীরে।
এনএইচকে নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চিটোস সিটি, আতসুমা টাউন ও উরাকাওয়া টাউনে শূন্য থেকে সাত পর্যন্ত জাপানি সিসমিক স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচের নিচে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: