ভুঁড়ির কারণে চাকরি হারাচ্ছেন আসাম পুলিশ

সময় ট্রিবিউন ডেস্ক | ১৭ মে ২০২৩, ২১:৪২

সংগৃহীত

তিন মাসে ভুঁড়ি কমান, নাহলে অবসর। পুলিশ বাহিনীকে 'আনফিট' কর্মীদের থেকে মুক্ত করতে বিশেষ পদক্ষেপ করতে চলেছে ভারতের আসাম সরকার। এ–সংক্রান্ত একটি নির্দেশনা আসাম পুলিশের সব কর্মীর কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যে শারীরিকভাবে ফিট হতে না পারলে স্বেচ্ছায় অবসর নিতে বাধ্য হতে হবে ভুঁড়িওয়ালা পুলিশ কর্মীদের। 

গতকাল মঙ্গলবার (১৬ মে) অসম পুলিশের ডিরেক্টর জেনারেল জিপি সিং টুইট বার্তায় বলেছেন, আমরা ১৫ অগস্ট পর্যন্ত আইপিএস এবং এপিএস অফিসার-সহ আসাম পুলিশের সমস্ত কর্মীদের তিন মাস সময় দেওয়ার পরিকল্পনা করেছি। তারপর পরবর্তী পনেরো দিনের মধ্যে তাদের বিএমআই মূল্যায়ন করা শুরু করব।

ডিজিপি জি পি সিং বলেন, যাদের বিএমআই ৩০-এর বেশি আসবে, তাদের ‘স্থূল’ বলে চিহ্নিত করা হবে। এই স্থূল পুলিশ কর্মীদের ওজন কমানোর জন্য আরও তিন মাস সময় দেওয়া হবে। তার মধ্যেও যদি তারা ওজন কমাতে না পারেন, ফিট না হয়ে উঠতে পারেন, তাহলে তাদের স্বেচ্ছা অবসর (ভিআরএস) নিতে হবে। যাদের হাইপোথাইরয়েডিজমের মতো স্বাস্থ্যগত সমস্যআ আছে, তাদের এই ব্যবস্থার থেকে রেহাই দেওয়া হবে। ডিজি জিপি সিং জানিয়েছেন, ১৬ অগস্ট প্রথমে তার নিজেরই বিএমআই মূল্যায়ন করা হবে।

আসাম পুলিশে বর্তমানে প্রায় ৭০,০০০ কর্মী রয়েছে। গত সপ্তাহেই অসম পুলিশের শীর্ষ কর্তারা জানিয়েছিলেন যে, তারা ৬৮০ জনের মতো কর্মীদের একটি তালিকা তৈরি করেছে। এই কর্মীরা মদ্যপানকারী বা স্থূলকায়, হিসেবে পরিচিত। এদের মধ্যে যারা পুলিশের কর্তব্য পালনে অযোগ্য বলে প্রমাণিত হবেন, তাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পরে স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে।

জিপি সিং বলেছিলেন, আমাদের কাছে ইতিমধ্যেই প্রায় ৬৮০ জনের একটি তালিকা রয়েছে। যাইহোক, যৌক্তিক ভিত্তি ছাড়া যাতে কারও নাম এই তালিকায় যুক্ত না করা হয়, তা নিশ্চিত করতে আমরা ব্যাটালিয়ন এবং জেলা স্তরে কমিটি গঠন করছি। এই কমিটিগুলির নেতৃত্বে একজন ডেপুটি কমান্ড্যান্ট বা অতিরিক্ত এসপি ব়্যাঙ্কের অফিসার থাকবেন।

তিনি আরও জানান, তালিকায় নাম থাকা যে যে ব্যক্তি ভিআরএস নিতে চাইবেন না, তাদের বাহিনীতে রেখে দেওয়া হলেও ফিল্ড ডিউটি দেওয়া হবে না।

গত মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, রাজ্যে অভ্যাসগত মদ পান করা প্রায় ৩০০ পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার প্রস্তাব দেওয়া হবে। ওই সব পদে নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে। সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এসটি/এসকে


আপনার মূল্যবান মতামত দিন: