ভিয়েতনামের ইতিহাসে সর্বোচ্চ ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | ৮ মে ২০২৩, ২৩:৫৬

ছবিঃ ইন্টারনেট

ভিয়েতনামে রেকর্ড ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রা। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড। সর্বোচ্চ তাপমাত্রার এই রেকর্ড হয়েছে গত শনিবার।

ভিয়েতনামের উত্তরাঞ্চলে থান হোয়া প্রদেশ বরাবরই উষ্ণতম অঞ্চল, তবে এবার রেকর্ড গড়ল।

আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভিয়েতনামে তাপমাত্রা ক্রমেই বাড়ছে। আগামী দিনগুলোয় দেশটিতে আরও গরম পড়তে পারে। খবর বিবিসির।

তীব্র দাবদাহের কারণে স্থানীয় প্রশাসন মানুষকে দিনের উষ্ণতম সময়ে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এর আগে ভিয়েতনামে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। চার বছর আগে দেশটির মধ্যাঞ্চলের হা থিন প্রদেশে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: