আফ্রিকায় ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০০

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৫ মার্চ ২০২৩, ২০:৪১

সংগৃহীত ছবি

আফ্রিকার মোজাম্বিক ও মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২০০ জনে। এর মধ্যে মালাবিতে ১৯০ জনের আর মোজাম্বিকে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ছয় শতাধিক।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মতে, ফ্রেডি দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর অন্যতম ও খুব সম্ভবত সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড়।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন মতে, ভারত মহাসাগর পেরিয়ে শনিবার (১১ মার্চ) মোজাম্বিকের মধ্যাঞ্চলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ফ্রেডি। এ সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। এতে মোজাম্বিকের মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক বন্যা।

মোজাম্বিকের পর ফ্রেডি আঘাত হানে মালাবিতে। এতে দেশটিতে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। এর ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। দেশটিতে বহু মানুষ হতাহত হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) মালাবির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ১৯০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫৮৪ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৩৭ জন।

মোজাম্বিকের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত চার সপ্তাহে এক বছরের বেশি বৃষ্টিপাত হয়েছে। তারা জানিয়েছে, এতে নদীগুলো বাঁধ ভেঙে ব্যাপক বন্যা হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: