ক্যালিফোর্নিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ মার্চ ২০২৩, ২৩:০৩

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান ডিয়োগে অঞ্চলের সমুদ্র উপকূলে দুটি মাছধরার নৌকা ডুবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাতজন।

দুর্ঘটনায় ডুবে যাওয়া নৌকা দুটিতে ১৫ জনের মতো লোক ছিল বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে ৮ জনকে মৃত উদ্ধার করা হলেও বাকিদের খোঁজ চলছে এখনো। তাদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চলছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জরুরি পরিষেবা বিভাগ। খবর আল-জাজিরার।

মার্কিন কোস্টগার্ডের পেটি অফিসার রিচার্ড ব্রহ্মের মতে, এক মহিলা শনিবার রাতে ৯১১ নম্বরে ফোন করে জানায় যে, একটি নৌকা সান ডিয়েগোর ব্ল্যাক বিচের কাছে ঢেউয়ের তোড়ে উল্টে গেছে। ফোনে মহিলা বলেছিলেন, যে নৌকাটি উল্টে গেছে তাতে ১৫ জন লোক ছিল। তবে এটি কেবল একটি অনুমান।’

রিচার্ড ব্রহ্ম জানান, কোস্টগার্ড এবং সান ডিয়েগোর ফায়ার রেসকিউ ক্রুরা পানি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করে। তবে ঘন কুয়াশার কারণে অনুসন্ধান বাধাগ্রস্ত হয়। তারপরও এ এলাকায় চিরুনি অভিযান চালানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে অনুসন্ধান কাজে হেলিকপ্টার ব্যবহার করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: