ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রাশিয়ার সেনাদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (১২ মার্চ) এএফপির বরাত দিয়ে বাসস জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেছেন, রুশ সন্ত্রাসীরা শনিবার খেরসন অঞ্চলে পুনরায় গোলা হামলা চালিয়েছে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। এর দুদিন আগেও খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলা হামলায় তিনজন নিহত হয়।
খেরসন হলো দোনেৎস্ক, লুগানস্ক ও জাপোরিঝঝিয়াসহ চারটি অঞ্চলের একটির রাজধানী যা রাশিয়া দখলে নিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
প্রসঙ্গত, গত বছর খেরসন শহর থেকে রাশিয়া পিছু হটলেও মস্কো নিয়মিতই এ অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: