সংবাদ এলো সৌদি আরবে যাচ্ছেন লিওনেল মেসি। দলবদলের গুঞ্জনের মধ্যে পিএসজি তারকার দেশটিতে যাওয়ার খবর অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। তবে এটাও সত্য, মেসির সম্ভাব্য নতুন গন্তব্যের তালিকায় আছে সৌদি ক্লাবের নাম।
আসছে জুন শেষ হতে যাচ্ছে পিএসজির সঙ্গে মেসির চুক্তি। ফরাসি ক্লাবটির আগ্রহের পরও নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করছেন না আর্জেন্টাইন ফুটবল প্লেয়ার লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী অধিনায়কের সম্ভাব্য নতুন গন্তব্য নিয়ে বাড়ছে জল্পনা-কল্পনা।
তবে দলবদলের বিষয়ের কোনো কারণে সৌদি আরবে যাচ্ছেন না মেসি। মূলত, গত বছর সৌদি আরবের পর্যটনবিষয়ক দূত হন মেসি; সে কারণেই দেশটিতে সফর করবেন তিনি।
এ বিষয়ে সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব টুইটে জানান, আমাদের পর্যটন অ্যাম্বাসেডর মেসিকে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে স্বাগত জানাচ্ছি। মার্চে মেসি ও তার পরিবার সৌদি আরবে আসবেন এবং আমাদের পর্যটন স্পটগুলো উপভোগ করবেন। মেসি সেখানে মানুষের সঙ্গে যুক্ত হয়ে অনন্য অভিজ্ঞতা নিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: