ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। তবে ইউক্রেনের কাছ থেকে তারা যেসব অঞ্চল ছিনিয়ে নিয়েছে সেগুলো ফেরত দেবে না এবং এগুলো নিয়ে কোনও আলোচনাও হবে না।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়েছেন। পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া কখনই ইউক্রেনের চারটি অঞ্চলে তার দাবি ত্যাগ করবে না।
রাশিয়া গত বছর দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চল দখল করে। এরপর একই বছরের সেপ্টেম্বরে অঞ্চল চারটি মস্কো গণভোটের পরে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করেছিল। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এই গণভোটকে অবৈধ বলে আখ্যা দিয়েছে।
এ ব্যপারে পেসকভ বলেন, ‘কিছু বাস্তবতা রয়েছে যা এরই মধ্যে একটি অভ্যন্তরীণ বিষয় হয়ে উঠেছে। মানে, নতুন অঞ্চল। রাশিয়ান ফেডারেশনের সংবিধান বিদ্যমান ও একে উপেক্ষা করা যায় না। রাশিয়া কখনই এই বিষয়ে আপস করতে প্রস্তুত নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তবতা।’
আপনার মূল্যবান মতামত দিন: