আফ্রিকার বৃহত্তম গণতান্ত্রিক দেশ নাইজেরিয়ায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির আট কোটি ৭০ লাখ মানুষ ভোট দিয়েছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটের ফলাফল ঘোষণা হতে পারে রোববার (২৬ ফেব্রুয়ারি)। এবারের নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির উত্তরাধিকারীর লড়াইয়ে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, রোববারই ফলাফল জানা যেতে পারে। এরই মধ্যে গণনা শুরু হয়েছে। তবে কিছু কেন্দ্রে রোববারও ভোটগ্রহণ চলছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট বুহারি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আছেন। সংবিধান অনুযায়ী, তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না। এ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাবে নাইজেরিয়া। আশা করা হচ্ছে, নির্বাচিত নতুন নেতা বছরের পর বছর সহিংসতা আর কষ্টের মধ্যে থাকা দেশের মানুষকে নতুন পথে পরিচালিত করবেন।
তথ্যসূত্র: আল-জাজিরা, বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: