তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | ৭ ফেব্রুয়ারী ২০২৩, ০৬:৪৫

ছবিঃ সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পে দেশ দুটিতে এখন পর্যন্ত ৬৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইউএসজিএস বলছে, নিহতের সংখ্যা এক হাজার থেকে ১০ হাজার জনে পৌঁছানোর আশঙ্কা রয়েছে ৪৭ শতাংশ। এ ছাড়া ১০ হাজার থেকে এক লাখে পৌঁছানোর আশঙ্কা ২০ শতাংশ।

ইউএসজিএসের ধারণা অনুযায়ী এ ভূমিকম্পে তুরস্কে ১ থেকে ১০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হতে পারে। এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।



আপনার মূল্যবান মতামত দিন: