যুক্তরাষ্ট্রে তেলের পাইপলাইনে সাইবার হামলা

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০০:১৯

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্র গতকাল রবিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে। সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেলের পাইপলাইনে সাইবার হামলায় বন্ধ হয়ে যাওয়ার জেরে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সাইবার হামলার শিকার কলোনিয়াল পাইপলাইন দিয়ে দৈনিক ২৫ লাখ ব্যারেল তেল পরিবহন হয়। তা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকার প্রায় ৪৫ শতাংশ ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েল সরবরাহ হয়।
পাইপলাইনটি সম্পূর্ণ অফলাইনে চলে যায় গত শুক্রবার একটি সাইবার ক্রিমিনাল গ্যাংয়ের হামলায়। এখনো পুরোপুরি তা চালু করা সম্ভব হয়নি।

জানা গেছে, পাইপলাইনের বদলে সড়কপথে তেল পরিবহন করা হবে জরুরি অবস্থা জারির ফলে।বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ সোমবার তেলের দাম দুই থেকে তিন শতাংশ বেড়ে যেতে পারে। তবে পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে।
সূত্র : বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: