ফেসবুক লাইভে চারজনকে হত্যা যুক্তরাষ্ট্রে

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৯

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে গাড়ি চালিয়ে গুলি করে চারজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে মেমফিসের সাতটি স্থানে এমনভাবে হামলা চালান ১৯ বছর বয়সী এক বন্দুকধারী।

বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া ওই হামলা চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

পরে অবশ্য এজেকিয়েল কেলি নামে ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর সিবিএস নিউজের।

মেমফিস পুলিশের মুখপাত্র কারেন রুডলফ বলেন, এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

পুলিশ ডিরেক্টর সেরিলিন সিজে ডেভিস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, মেমফিসজুড়ে সাতটি স্থানে হামলা চালান কেলি। এ ঘটনায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তিনি বলেন, কমপক্ষে আটটি স্থানে অপরাধ সংঘটন হয়েছে। সাত স্থানে গুলি ও এক স্থানে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, হামলার ঘটনা ফেসবুকে লাইভ করেন কেলি।

পুলিশ বলছে, ঘাতক কেলির বিরুদ্ধে ২০২০ সালেও হত্যাচেষ্টার অভিযোগ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন: