পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করবে মার্কিন ড্রোন : তালেবান

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ আগষ্ট ২০২২, ০৭:৪৭

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে মার্কিন ড্রোনকে বলে অভিযোগ করেছেন তালেবানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রবিবার মোহাম্মদ ইয়াকুব কাবুলের একটি সাংবাদিক বৈঠকে বলেন, "পাকিস্তান হয়েই মার্কিন ড্রোন আফগানিস্তানে প্রবেশ করেছিল। তিনি বলেন, আমাদের তথ্য অনুযায়ী ড্রোনগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল। তারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল। আমরা পাকিস্তানকে বলেছি, আমাদের বিরোধিতা করতে যেন পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহার না করে।"

তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগেও কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিল পাকিস্তান।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়েদার শীর্ষ নেতা আল-জাওয়াহিরি। মার্কিন ড্রোন হানার খবর পাকিস্তান আগেই জানত বলে অভিযোগ করেছে আফগানিস্তান। তবে তাদের আনা এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।


আপনার মূল্যবান মতামত দিন: