কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

সময় ট্রিবিউন | ৭ মে ২০২১, ০৩:১৯

ছবি: ইন্টারনেট

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএতে প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।এ বিষয়ে তদন্ত চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এমাদি ২০১৩ সাল থেকে উপসাগরীয় ধনী দেশটির অর্থ মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি কাতার ইনভেস্টমেন্ট অথরিটির শক্তিশালী ৩০ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের বোর্ডের দায়িত্বে রয়েছেন।এমাদি কাতার ন্যাশনাল ব্যাংকের বোর্ডেরও চেয়ারম্যান। এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সবচেয়ে বড় ঋণপ্রদানকারী ব্যাংক।

ইমাদি ২০১৪-১৫ অর্থবছরে কাতারের অর্থনৈতিক নীতিমালা প্রণয়নের দায়িত্বে ছিলেন যা কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে অর্থনৈতিক বৈচিত্র্য আনার পরিকল্পনা ত্বরান্বিত করেছিল।

তরলকৃত গ্যাসের অন্যতম নেতৃত্বস্থানীয় দেশ কাতার। কিন্তু গত বছর করোনাভাইরাসের কারণে বৈশ্বিকভাবে জ্বালানির চাহিদা কমে যায় ফলে দেশটির অর্থনীতি ৩.৭ শতাংশ সংকুচিত হয়ে পড়ে।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, কাতারের অর্থনীতির এই সংকোচন প্রত্যাশার চেয়ে কম ছিল এবং উপসাগরীয় অঞ্চলে সবচেয়ে কম।

ব্যাংকার নামে অর্থনীতি বিষয়ক একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের তালিকায় এমাদি ২০২০ সালে উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠ মন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

আগামী বছর কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আসর উপলক্ষে গত কয়েক বছর ধরে বড় অবকাঠামোতে বিনিয়োগ করে আসছে দেশটি। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর থেকে বড় প্রকল্পে বিনিয়োগ করা কমানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: