ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই তথ্য টুইটারে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড় নিজে। এর আগে রবিবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বেশ কিছু সহিংসতার খবর পাওয়া যায়।
সেই সহিংসতা নিয়েই এবার প্রধানমন্ত্রী খোঁজ নিলেন রাজ্যপালের কাছ থেকে।রাজ্যপাল ধনখড় টুইটে লিখেছেন, ‘রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফোনে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে আমিও উদ্বেগ প্রকাশ করেছি।দায়িত্বপ্রাপ্তদের উচিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া।'
ভোটের ফল ঘোষণার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন। তারপরে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজ্যে একাধিক জায়গায় তাদের দলের কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করে বিজেপি শিবির। তা নিয়ে লাগাতার আন্দোলনের কথাও বলা হয়।
অন্যদিকে রাজ্যপাল জগদীপ ধনখড় মঙ্গলবার সকাল থেকে একাধিক টুইটে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। টুইটে ট্যাগ করেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকেও। প্রশ্ন করে বলেন, ‘বিদেশে অবস্থিত ভারতীয়রা প্রশ্ন তুলছেন, ‘ভোট পরবর্তী সহিংসতা পশ্চিমবঙ্গেই কেন হবে? কেন এভাবে গণতন্ত্রকে হেনস্তা করা হবে?’
আপনার মূল্যবান মতামত দিন: