রাশিয়াকে কয়েকশ’ ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান: সুলিভান

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২২, ২২:০৯

সংগৃহীত

রাশিয়াকে কয়েকশ’ ড্রোন দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার (১১ জুলাই) এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা জেক সুলিভান।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের শুরুতেই দেয়া হবে মনুষ্যবিহীন যানগুলো। এগুলোর কোনো কোনোটি অস্ত্র বহনেও সক্ষম। সুলিভান জানান, সরবরাহের পাশাপাশি ড্রোন পরিচালনায় দেয়া হবে প্রশিক্ষণও।

ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনী কৌশলগতভাবে ব্যর্থ দাবি করে তিনি বলেন, কিয়েভ, খারকিভ, ওডেসাসহ প্রধান শহরগুলো ইউক্রেনের নিয়ন্ত্রণেই আছে।

তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য আছে, ইরান সরকার রাশিয়াকে ড্রোন সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। পরিচালানায় প্রশিক্ষণও দেবে তেহরান। ইউক্রেনে কৌশলগত লক্ষ্য অর্জনে এরই মধ্যে ব্যর্থ পুতিন বাহিনী। তারা চেয়েছিল কিয়েভ দখল করে পুরো দেশের নিয়ন্ত্রণ নিতে। মানচিত্র থেকে ইউক্রেনের নাম মুছে দিতে। তবে তা হয়নি। সাহসের সাথে রুশ বাহিনীকে মোকাবেলা করছে ইউক্রেনের সেনারা।

/এনএএস


আপনার মূল্যবান মতামত দিন: