প্যারিস হামলা: ২০ জনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা

সময় ট্রিবিউন ডেস্ক | ১ জুলাই ২০২২, ০১:০০

ছবি সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালের নভেম্বর মাসে চালানো দলের নারকীয় হামলায় ১৩০ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় ২০ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, তাদের মধ্যে অন্তত ছয় জনের ওই হামলাচলাকালীন মৃত্যু হয়েছে। হামলাকারীদের প্রধান সমন্বয়ক এবং জীবিত অবস্থায় গ্রেফতার সালাহ আবদেসসালামের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। বন্দুক ও বোমা হামলা করে ১৩০ জনকে হত্যার দায়ে তাকে বিরল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই বিচারিক প্রক্রিয়াকে আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বড় মাইলফলক বলে মনে করা হচ্ছে। নয় মাসেরও বেশি সময় ধরে ভুক্তভোগী, সাংবাদিক ও মৃতদের পরিবার এই রায়ের জন্য অপেক্ষা করেছে।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই হামলাকে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের পানশালা, রেস্তোরাঁ, জাতীয় ফুটবল স্টেডিয়াম এবং বাটাক্লান মিউজিক ভেন্যুতে হামলায় নিহতদের পাশাপাশি শতাধিক আহতও হয়েছিল।

বিবিসি বলছে, বিচারের শুরুতে প্রধান অভিযুক্ত আবদেসালাম বেপরোয়া আচরণ করে; নিজেকে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সৈনিক হিসেবে বর্ণনা করেছিলেন। কিন্তু, পরে তিনি ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন। আদালতকে আবদেসালাম বলেন, তিনি খুনি নন। তাকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হবে অন্যায়।



আপনার মূল্যবান মতামত দিন: