নাইজেরিয়ায় গির্জায় বন্দুক হামলায় নারী ও শিশুসহ নিহত ৫০

সময় ট্রিবিউন | ৭ জুন ২০২২, ০০:১৫

ছবি: বিবিসি

নাইজেরিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীদের বেপরোয়া হামলায় অন্তত ৫০জন উপাসক নিহত এবং অনেকে আহত হয়েছেন।

রোববার (৪ জুন) রাতে নাইজেরিয়ার ওন্দো রাজ্যের অয়ো শহরে সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জায় সকালের প্রার্থনা চলাকালে ভয়াবহ এ সহিংসতার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি এ হামলায় 'অনেক' উপাসকের নিহত হওয়ার কথা শুনেছেন। নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশুও রয়েছে। খ্রিস্টানদের পেন্টেকোস্ট হলিডে উদযাপনকালে এ হামলা চালানো হয়।

এখন পর্যন্ত কোনো দল এ হামলার দায় স্বীকার করেনি। তবে, দেশটির বিভিন্ন অঞ্চলে অপরাধী চক্র সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

অয়ো শহরের যে হাসপাতালে হতাহতদের নিয়ে যাওয়া হয়, সেখানকার একজন ডাক্তার রয়টার্সকে জানিয়েছেন, মৃতের সংখ্যা ৫০ এর কম নয়। তবে খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে এ হামলার উদ্দেশ্য এবং নিহতের সংখ্যা জানা যায়নি।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মামাদু বুহারি উপাসনাকারীদের ওপর এ ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরদোলু রাজধানী আবুজায় একটি সফর সংক্ষিপ্ত করে হামলার পরপরই ওন্দোতে ফিরে আসেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, "আমরা যেকোনো মূল্যে এই আততায়ীদের খুঁজে বের করবো এবং তাদের শাস্তি নিশ্চিত করবো।"


আপনার মূল্যবান মতামত দিন: