প্রয়োজন অনুযায়ী রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বলবৎ রাখবে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক | ১৮ মে ২০২২, ১৫:৫৬

ছবিঃ সংগৃহীত

প্রয়োজন অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা কার্যকর রাখবে সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার জার্মানির বার্লিনে ন্যাটো শীর্ষ কূটনীতিকদের মধ্য অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই কথা জানান ব্লিনবেন।

ব্লিনকেন বলেন, "যতদ্রুত সম্ভব এই যুদ্ধের শেষ চান ন্যাটো জোটের সব সদস্য। আমরা যতদিন প্রয়োজন ইউক্রেনে আমাদের নিরাপত্তা সহায়তা প্রদান করে যা। তাছাড়া রাশিয়ার ওপর আমাদের নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক চাপ ধরে রাখতে আমরা কাজ করে যাব।"

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ এবং ন্যাটোর মিত্ররা ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে এবং আলোচনার টেবিলে যতটা সম্ভব জোরালো সমর্থন দেওয়ার ব্যাপারে মনোযোগ দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দেন। তখন পুতিন জোর দিয়ে বলেন, ইউক্রেন দখলের কোনো পরিকল্পনা তার নেই। ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাৎসীমুক্ত করাই এই অভিযানের উদ্দেশ্য।



আপনার মূল্যবান মতামত দিন: