মারিওপোল শহর পুরোপুরি রুশ সেনাদের দখলে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জেলেনস্কি বলেন, মারিওপোলের অবস্থা ভয়াবহ। সঙ্গে তিনি মারিওপোলে ভয়ঙ্কর কিছু ঘটলে শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুশিয়ারিও দিয়েছেন।
এদিকে রোববারের মধ্যেই মারিওপোলের ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছে রাশিয়া। রাশিয়া আরও জানিয়েছে, মারিওপোল এখন প্রায় তাদের দখলে। তাই যদি সকাল ৬টা থেকে দুপুর ১টার মধ্যে ইউক্রেন সেনারা আত্মসমর্পণ করে তবে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে মস্কো।
তবে মারিওপোলের আঝোভাস্তাল স্টিলওয়ার্কস এলাকায় কিছুটা জায়গা ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে আছে। প্রতি আধা ঘণ্টা অন্তর আত্মসমর্পণের আহ্বান মারিওপোলে প্রচার করা হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া।
রুশ বিবৃতিতে আরও বলা হয়েছে, আত্মসমর্পণের জন্য কিয়েভের আদেশের অপেক্ষা করার দরকার নেই।
সূত্র: বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: