পাল্টা প্রতিশোধ হিসেবে বরিস জনসনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | ১৭ এপ্রিল ২০২২, ০২:০৪

ছবিঃ ইন্টারনেট

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার তথ্য জানিয়েছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বরিস জনসন, পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালসসহ জনসন মন্ত্রীসভার আরও ১০ জনের ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

রাশিয়া বলছে, বরিস জনসন সরকারের নজিরবিহীন শত্রুতামূলক কর্মকাণ্ড বিশেষ করে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাশিয়া যুক্তরাজ্যের কর্মকর্তাদের নিষেধাজ্ঞার তালিকা দীর্ঘ করবে বলেও সতর্ক করেছে।

গত ৮ এপ্রিল পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা (৩৬) এবং কাতেরিনা তিখোনোভার (৩৫) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। পুতিনের ঘনিষ্ঠজনদের জীবনাচারকে লক্ষ্যবস্তু করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন: