নিজেকে দেউলিয়া ঘোষণা করল শ্রীলঙ্কা

সময় ট্রিবিউন | ১৩ এপ্রিল ২০২২, ০৩:৩৫

ছবিঃ সংগৃহীত

আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা পরিশেষে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে। রিজার্ভ তলানিতে ঠেকায় ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ শোধ করতে পারবে না বলে জানিয়েছে দেশটি। এর মধ্যে দিয়ে শ্রীলঙ্কা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিলো।

অর্থনৈতিক তীব্র সংকটের মুখে থাকা শ্রীলঙ্কা ১২ এপ্রিল (মঙ্গলবার) এ ঘোষণা দেয়। কয়েক সপ্তাহের অর্থনৈতিক অস্থিরতার পর, দ্বীপ দেশ শ্রীলঙ্কা মঙ্গলবার ঘোষণা করেছে যে আমদানির জন্য তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন শূন্য। তাই ৫১ বিলিয়ন ঋণ পরিশোধ করতে সক্ষম হচ্ছে না দেশটি।

উল্লেখ্য, শ্রীলঙ্কার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দেশে সহিংস বিক্ষোভ শুরু হয়েছে, জনগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দোষারোপ করছে এমন পরিস্থিতি সৃষ্টির জন্য। দেশের কোষাগার শূন্য হয়ে পড়েছে এবং খাদ্য ও পানীয়ের দাম আকাশ ছোঁয়া।

বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক ঋণ সংগ্রহে ভুল নীতি গ্রহণ করায় এবং কৃষি ক্ষেত্রে উচ্চভিলাসী সিদ্ধান্তের জন্যই শ্রীলঙ্কার অর্থনীতি আজ ধ্বংসের একেবারে শেষ প্রান্তে।



আপনার মূল্যবান মতামত দিন: