বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ শুরু

সময় ট্রিবিউন ডেস্ক | ৭ এপ্রিল ২০২২, ১৪:৪৫

ছবিঃ ইন্টারনেট

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম রাউন্ডের নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মাসুদ বিন মোমেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্ডার সেক্রেটারি বনি ডেনিস জেনকিনস।

এর আগে দুদেশের মধ্যে সাত বার নিরাপত্তা সংলাপ হলেও এবারেই প্রথম যুক্তরাষ্ট্রের আগ্রহে এই সংলাপ পররাষ্ট্র সচিব পর্যায়ে হচ্ছে। এক টুইট বার্তায় পররাষ্ট্র সচিব এ তথ্য জানিয়েছেন।

উক্ত বৈঠকে চারটি বড় সেশনে বিভিন্ন সাব-টপিক নিয়ে আলোচনা হবে। নিরাপত্তা সংলাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নিরাপত্তা সহযোগিতা।



আপনার মূল্যবান মতামত দিন: