পশ্চিমাপন্থি রাশিয়ানরা জাতীয় বিশ্বাসঘাতক : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | ১৮ মার্চ ২০২২, ০৪:০২

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাপন্থি রাশিয়ানদের 'জাতীয় বিশ্বাসঘাতক' হিসেবে আখ্যা দিয়েছেন।  

বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। 

ইউক্রেনে আগ্রাসনের পর থেকে পুতিন যে কোনো ভিন্নমতকে কঠোর হাতে দমনের চেষ্টা করছেন এবং একে চরম বিরুদ্ধাচারণ বলে উল্লেখ করে আসছেন।

বুধবার টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, পশ্চিমা শত্রুদের তথ্যের ওপর নির্ভর করে জাতীয় বিশ্বাসঘাতকরা- যারা আমাদের এখানে অর্থ উপার্জন করে কিন্তু সেখানে থাকে তারা আমাদের বিরুদ্ধাচরণ করছে। আমি বলতে চাচ্ছি, 'সেখানে বসবাস' শব্দের ভৌগোলিক অর্থেও নয়, তবে তাদের চিন্তাভাবনা, দাসত্ব পশ্চিমাদের চেতনা অনুসারে।

পুতিন আরও বলেন, এই লোকগুলো আবার জেন্ডার স্বাধীনতা ছাড়া বাঁচতে পারে না।

তিনি বলেন, কিয়েভ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়। পশ্চিমা দেশগুলো বিভিন্ন সময়ে এ ব্যাপারে কিয়েভকে সহায়তার আশ্বাসও দিয়েছে। এটি সত্যিকার অর্থেই রাশিয়ার জন্য হুমকি ছিল। কারণ নিকট ভবিষ্যতেই পশ্চিমের সহায়তায় কিয়েভের নব্য নাৎসিপন্থি শাসক দল ব্যাপক গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং নিশ্চিতভাবেই সেসব ব্যবহার করত রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু তাদের এ উদ্দেশ্য সফল হবে না। ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবেই।



আপনার মূল্যবান মতামত দিন: