আরও ‘ভয়াবহ যুদ্ধের’ ঘোষণা দিলেন পুতিন

সময় ট্রিবিউন | ৪ মার্চ ২০২২, ১১:২৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। অনেক হতাহতের খবর পাওয়া যাচ্ছে।  

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলমান যুদ্ধ বন্ধ করবেন না। আরও খারাপ পরিস্থিতি আসছে বলে হুঁশিয়ারি দেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ৯০ মিনিট ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ফোনালাপেই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: