রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ বলল তুরস্ক, সুতরাং…

সময় ট্রিবিউন | ২৮ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৯

রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ বলল তুরস্ক

ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ বলে অভিহিত করেছে তুরস্ক।

এই ঘটনাকে ‘রুশ আক্রমণ ইস্যুতে তুরস্কের ‘কথার সুরে পরিবর্তন’ হিসেবে অভিহিত করছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে এতদিন পর্যন্ত তুরস্ক রাশিয়ার আক্রমণকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেনি। মস্কোর আক্রমণকে ‘যুদ্ধ’ বলার ফলে— ন্যাটো সদস্য তুরস্ক এখন আন্তর্জাতিক আইন মেনে কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ প্রবেশ নিয়ন্ত্রণ করতে পারবে।

প্রসঙ্গত, ভূমধ্যসাগর থেকে রাশিয়া তুরস্কের নিয়ন্ত্রণাধীন দুটি প্রণালী দিয়ে তাদের যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে নিচ্ছে ইউক্রেনে আক্রমণের উদ্দেশ্যে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার তুরস্কের প্রতি রাশিয়ার যুদ্ধজাহাজ আটকানোর অনুরোধ জানাচ্ছেন। কিন্তু রবিবারের আগ পর্যন্ত তুরস্ক বলে আসছিল—আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে তারা রাশিয়ার যুদ্ধজাহাজগুলো আটকাতে পারছেন না।

১৯৩৬ সালের মন্ট্রেক্স চুক্তি অনুযায়ী বসফরাস এবং দার্দেনেলিস প্রণালীর কর্তৃত্ব তুরস্কের হাতে রয়েছে। চুক্তির বিধান অনুসারে, নিরাপত্তার ঝুঁকি মনে করলে কিংবা যুদ্ধের জন্য এই প্রণালী দিয়ে কোনো দেশ জাহাজ নিলে তুরস্ক জাহাজ আটকাতে পারবে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের চতুর্থ দিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রাশিয়াকে অবিলম্বে ‘যুদ্ধ’ বন্ধ ঘোষণা দিয়ে যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাজাখস্তানে এক কর্মসূচিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কারণে রুশ জাহাজগুলো তারা আটকাতে পারছেন না। সেই বিধানটি হলো- কোনো দেশ চাইলে নিজস্ব ঘাঁটিতে যুদ্ধজাহাজ নিতে পারবে। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে। ফলে তারা রাশিয়ার জাহাজ আটকাতে পারছেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর