দূতাবাসের ছাড়পত্র ছাড়াই যাওয়া যাবে মালয়েশিয়া

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ০৪:৩৫

ছবি: ইন্টারনেট

মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে দেশটির ঢাকার দূতাবাস। আগামী শনিবার (১ মে) থেকে এ নিয়ম কার্যকর হবে

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকার মালয়েশিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত।

আগামী শনিবার (১ মে) থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগছে না। তবে দেশটিতে প্রবেশে করোনা সনদ দেখানোর পাশাপাশি কোয়ারেন্টাইন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দূতাবাস।



আপনার মূল্যবান মতামত দিন: