মেন্থলযুক্ত সিগারেট ও সিগার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে

সময় ট্রিবিউন | ৩০ এপ্রিল ২০২১, ২২:৫২

ছবিঃ ইন্টারনেট

মেন্থলের ঘ্রাণযুক্ত সিগারেট এবং মেন্থলসহ যেকোনো ঘ্রাণযুক্ত সিগার নিষিদ্ধ করার পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ঘোষণায় তারা এ কথা বলেছে। খবর সিএনএন।

জানা যায়, আগামী বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। যার উদ্দেশ্য হলো এই দুটি পণ্য ব্যবহারের ফলে মানুষের যে পরিমাণ রোগ হয় এবং মারা যান তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।

যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মতে, যুক্তরাষ্ট্রে প্রতিরোধ করা যায় এমন মৃত্যুর বড় কারণ ধূমপান। এফডিএর ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, মেন্থলযুক্ত সিগারেট এবং সব ঘ্রাণযুক্ত সিগার নিষিদ্ধ করলে বহু প্রাণ রক্ষা করা সম্ভব হবে।

বিশেষ করে, এই প্রাণঘাতী পণ্যের কারণে যারা অন্যায্যভাবে আক্রান্ত হন তাদেরকে রক্ষা করা সম্ভব। এফডিএর এই নিষেধাজ্ঞার মাধ্যমে তারুণ্যের সময়কার এমন নেশা কমিয়ে আনতে সহায়ক হবে। ধূমপানের নেশাকে কমিয়ে আনবে। বিভিন্ন ধর্মবর্ণের মানুষের স্বাস্থ্যগত ঝুঁকি সমস্যার সমাধান দেবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর