ইসরাইলে ৩৮ ইহুদি তীর্থযাত্রী নিহত

সময় ট্রিবিউন | ৩০ এপ্রিল ২০২১, ২২:২০

ছবিঃ ইন্টারনেট

ইসরাইলে ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত ৩৮ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের জরুরি পরিষেবামূলক সংগঠন ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, শুক্রবার রাত বিষয়ক ওই অনুষ্ঠানে অন্তত ৩৮ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা যাবে না।সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে 'মারাত্মক বিপর্যয়' হিসেবে অভিহিত করেন।

প্রধানত উগ্র অর্থোডক্স ইহুদিরা মেরনে লাগ বাওমর ভোজসভা উপলক্ষে হাজার হাজার ইহুদি সমবেত হয়েছিল সেখানে। এখানে দ্বিতীয় শতকের তালমুদিক সন্ন্যাসী রাব্বি শিমন বার ইয়োচাইয়ের সমাধি রয়েছে।সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক লোক একটি সংকীর্ণ পথ দিয়ে ছুটে চলার চেষ্টা করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সমাধিস্থলে ১০ হাজার লোককে সমবেত হওয়ার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু আয়োজকরা সারা দেশ থেকে ৬৫০টি ভাড়া করা বাসে করে লোকজন নিয়ে আসে। ফলে সেখানে জমায়েত হয়েছিল ৩০ হাজার লোক।

অনুষ্ঠানস্থলে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশটিতে এটিই ছিল সবচেয়ে বড় জমায়েত।

সূত্র : আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: