৮০ যাত্রীসহ অভিবাসীবাহী নৌকাডুবি, ১৬ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:৪০

ছবিঃ সংগৃহীত

তুরস্ক থেকে ইতালির উদ্দেশে যাত্রা করা নৌকাটি ৮০ জন যাত্রী নিয়ে এজিয়ান সাগরে ডুবে গেছে। নৌকা ডুবে মারা গেছেন ১৬ অভিবাসনপ্রত্যাশী

শনিবার (২৫ ডিসেম্বর) গ্রিস কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার অভিযানে বিমানসহ প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। ডুবে যাওয়া পাল তোলা নৌকা থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে দাবি করে কোস্টগার্ড। 

গ্রিসের আধা সরকারি এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। শুক্রবার রাতভর পারোসের উত্তর-পশ্চিমাঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালায় কর্তৃপক্ষ। ওই এলাকা থেকে তিন নারী ও এক শিশুসহ ১২ জন পুরুষের লাশ উদ্ধার করা করা হয়েছে। এদের পরিচয় এখনও নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা।



আপনার মূল্যবান মতামত দিন: