২১ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

সময় ট্রিবিউন | ২১ ডিসেম্বর ২০২৩, ১২:২৭

সংগৃহীত ছবি

আজ ২১ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১১৬৩- হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে।
১৮২৬- রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভীর যুদ্ধ ঘোষণা।
১৮৯৮- বিজ্ঞানী পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩- সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।
১৯৫২- উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
১৯৬৮- অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।


জন্ম:

১৮০১- সমাজ সংস্কারক প্রসন্নকুমার ঠাকুর।
১৮২৭- ভারতের বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
১৮৫৪- মরমী কবি হাসন রাজা। প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা।
১৯৩৪- বাঙালি নেপথ্য সংগীত শিল্পী ও বাংলা আধুনিক গানের জনপ্রিয় গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায়।


মৃত্যু:
১৮০৭- ইংরেজ মানবতাবাদী জন নিউটন।
১৯৬০- মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল।
১৯৮২- প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব।
২০১১- ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব, ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী পি কে আয়েঙ্গার।
২০১৭- বাঙালি সংগীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।
২০২১- ভারতীয় বাঙালি কবি শরৎকুমার মুখোপাধ্যায়।



আপনার মূল্যবান মতামত দিন: