কড়াইল বস্তিতে চলছে টিকাদান কর্মসূচি

সময় ট্রিবিউন | ১৭ নভেম্বর ২০২১, ০২:৪৬

ছবিঃ সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে চলছে টিকাদান কর্মসূচি। একদিনে ১৫ হাজার টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে টিকা দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৬ নভেম্বর) কড়াইল বস্তির সবচেয়ে বড় টিকাকেন্দ্র এরশাদ মাঠে (পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়) গিয়ে দেখা যায়, টিকার দীর্ঘ লাইন। সকাল ৯টা থেকে শুরু হওয়া কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। শত শত নারী দাঁড়িয়ে আছেন লাইনে। সেই তুলনায় পুরুষের সংখ্যা খুবই কম।

জানা গেছে, যাদের ভোটার আইডি কার্ড নেই, তাদের জন্মনিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে।


আপনার মূল্যবান মতামত দিন: