গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯০৬ জনে। এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৫ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জনে।
বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ৬১২ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৩২৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৫৩৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৭৯ হাজার ৩২৭ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৭৭ লাখ ৪০ হাজার ৬১০ জন।
আপনার মূল্যবান মতামত দিন: