রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন রোগী ভর্তি হন।
এ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমন ডেঙ্গুরোগীর সংখ্যা এক হাজার ৪৮ জনে দাঁড়ালো।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি এক হাজার ৪৮ জন ডেঙ্গুরোগীর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ৮২৭ জন ও রাজধানীর বাইরে বিভিন্ন অঞ্চলের হাসপাতালে ভর্তি রয়েছেন ২২১ জন।
আপনার মূল্যবান মতামত দিন: