মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০০

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিন করোনা আক্রান্তে কোনো মৃত্যু হয়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন ও নেত্রকোণার ২ জন আছেন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ২ জন নারী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৬ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিইউতে ১৩ জন চিকিৎসাধীন। এ ছাড়া, সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৬টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৮৪৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭৩ জন।



আপনার মূল্যবান মতামত দিন: