মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৩ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৭

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিট-ছবি: সংগৃহীত

অতিমারি করোনাভাইরাসে উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্তে কোন মৃত্যু হয়নি। এদের মধ্যে ২ জন মহিলা ও একজন পুরুষ।

এ নিয়ে গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের রুমা (৩৭), গৌরীপুর উপজেলার মনি আক্তার (৩৫) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার শফিকুল ইসলাম (৪২)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২৮ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৭ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৪টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭.৮৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৪০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: